ভার্চুয়াল কোর্ট বাতিল দাবিতে ফেনীতে মানববন্ধন

।। ফেনী প্রতিনিধি ।।

ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট বাতিল করে স্বাভাবিক পদ্ধতিতে কোর্ট চালুর দাবীতে ফেনী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার (৬ জুলাই) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ আইনজীবী ফরিদ আহম্মদ হাজারীর সভাপতিত্বে ও মেসবাহ উদ্দিন মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাব উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী,সিনিয়র আইনজীবী শফিউল আলম, জাহিদ হোসেন খসরু,এম শাহজাহান সাজু, নুর হোসেন, ইউছুফ আলমগীর চৌধুরী, নুরুল আফসার চৌধুরী মুকুল, মো. ইসহাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য বিধি মেনে ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট বাতিল করে স্বাভাবিক পদ্ধতিতে কোর্ট চালু করে আইনজীবীদের জীবিকা নির্বাহে সরকারের  উর্ধ্বতন মহলের যথাযথ পদক্ষেপ নেয়ার দাবী জানান।

সংবাদ সারাবেলা/সজীব/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন