চট্টগ্রামে সাংবাদিক পেটানোয় পুলিশ বরখাস্ত

||অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম||
হাটহাজারীতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকিকে গাড়ী থেকে নামিয়ে পেটানোয় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ই এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে হাটহাজারীর কুয়াইশ এলাকায় সাংবাদিক রকিকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধরক পেটায় পুলিশ সদস্য জাহাঙ্গীর।
মারধরের শিকার সাংবাদিক নাসির উদ্দিন রকি জানান, আমার ছোট ভাইকে (এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যকর্মী) নিয়ে মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরের আসকারদিঘী এলাকায় আমার কাজের জায়গা যুগান্তরের ব্যুরো অফিসে আসছিলাম। আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝোলানো ছিল। আমাদের মোটরসাইকেল কুয়াইশ এলাকায় পৌঁছলে কনস্টেবল জাহাঙ্গীর আচমকা আমাদের ওপর চড়াও হয়ে বেধড়ক লাঠি পেটা শুরু করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর আমাদেরকে পেটায়। পরে বিষয়টি আমি চট্টগ্রাম পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানাই। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘সাংবাদিক পরিচয় না জানার কারণে ঘটনাটি ঘটেছে। বিষয়টি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেছে। উনার (সাংবাদিক নাসির উদ্দিন রকি) সঙ্গে আমার কথা হয়েছে।’
উল্লেখ্য যে, গত ২৪শে মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি-বেসরকারি অফিস-আদালত সাধারণ ছুটির আওতায় বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে। এছাড়া ৫ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৫শে এপ্রিল পর্যন্ত যে ছুটি ঘোষণা করা হয়েছে তাতে জরুরি সেবাসহ সংবাদপত্র এর আওতামুক্ত থাকবে। এরপরও দায়িত্বরত সাংবাদিককে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন