চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজরী উপজেলার সুয়াবিল উত্তর হাজীরখীল চিকনছড়া খালে আলাউদ্দিন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি কপিল উদ্দিন অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার দিনগত রাতে বোরখা পরে ছদ্মবেশে পালানোর সময় উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ফকির-বাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভুজপুর থানা পুলিশ। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার হলেন। আজ শনিবার তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, গত ২৭ এপ্রিল হাটহাজরীর সুয়াবিল উত্তর হাজীরখীল চিকনছড়া খাল এলাকায় খুন হন আলাউদ্দিন (৩৮)। কপিল তাঁর সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন ভূজপুর থানার সুয়াবিল উত্তর হাজীরখীল এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
এদিকে ১৯ দিন অতিবাহিত হলেও হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ নিহত আলাউদ্দিনের পরিবার।
ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ বলেন, ‘গত ২৭ এপ্রিল সুয়াবিল উত্তর হাজীরখীল চিকনছড়া খালে আলাউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কফিল উদ্দিনের অবস্থান প্রযুক্তির সহায়তায় আমরা নিশ্চিত হই।
তিনি বলেন, ‘কফিলকে গ্রেপ্তারে ফকির-বাগিচা এলাকা অভিযানে যাই পুলিশের একটি টীম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোরকা পরে সে পালানোর চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ শনিবার আদালতে হাজির করা হয়েছে।’
সসা/মতিন/নাআ/সেখা