|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণে আরও ১ জন মারা গেছেন। তার নাম বজল আহমেদ। তার বয়স ৬৫ বছর। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
শুক্রবার ১৭ই এপ্রিল সকাল পৌনে ৯ টার দিকে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা চলছিল বজল আহমেদের। তার বাড়ি নগরীর পাহাড়তলী থানার সারাইপাড়ায়।
বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বজল আহমেদ গত মঙ্গলবার ১৪ই এপ্রিল বিআইটিআইডি হাসাপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ১৬ই এপ্রিল কোভিড-১৯’র নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার সকাল ৯টার দিকে করোনা ইউনিটে তিনি মারা যান।
চট্টগ্রামে এ পর্যন্ত ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বজল আহমেদসহ ৫ জন মারা গেছেন। আক্রান্ত ২৮ জনের মধ্যে নগরীর দামপাড়ার ৫ জন, সাগরিকার ৬ জন, সরাইপাড়ার ১ জন, হালিশহরের ১ জন, ফিরিঙ্গাবাজারের ১ জন, গোলপাহাড়ের ১ জন, পাহাড়তলী সিডিএ মার্কেটের ১ জন, কাতালগঞ্জে ১ জন, উত্তর কাট্টলীর ১ জন, বন্দরের নিমতলার ১ জন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগরের ৮ জন, সীতাকুন্ডের গোডাউন রোড এলাকার ১ জন, পটিয়া উপজেলার পথেরপাড়ার ১ জন, কাগজিপাড়ার ১ জন, বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর ১ জন ও আনোয়ারা উপজেলার ওষখাইনের ১ জন বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » চট্টগ্রামে নতুন একজনসহ এখন পর্যন্ত মারা গেছে ৫ জন