|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ডা. আরিফ হাসান নামে চিকিৎসক মৃতুবরণ করেছেন।
শুক্রবার (১২ জুন) মধ্য রাতে আরিফ হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। অসুস্থ হওয়ার আগে তিনি চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন।তিনি কোতোয়ালী থানার আবেদীন কলোনী এলাকায় থাকতেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ’র) সাধারণ সম্পাদক ডাঃ ফয়সল ইকবাল।
তিনি জানান, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন৷ শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তিনি পরিবারের সাথে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
তার অক্সিজেন লেভেল ৬০ এ নেমে এসেছিল। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চমেককে নিলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।
এর আগে, ৩ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এহসানুল করিম। গত ৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান। এছাড়া ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি।