করোনারোধে স্বেচ্ছা অবরুদ্ধ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ

অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম
প্রশাসন থেকে অবরুদ্ধ থাকবার ঘোষণা বা নির্দেশনা না থাকলেও নিজ থেকেই অবরুদ্ধ অবস্থা মেনে চলছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ। গ্রামের পর গ্রামের রাস্তাঘাটে নেই কোন যান চলাচল। জনমানুষের দেখা নেই বললেই চলে। তবুও করোনাতঙ্কে গুটিয়ে গেছে জনজীবন। উপজেলা থেকে ইউনিয়ন সর্বত্রই জনশূন্য। এরপরও করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন গ্রামে পাড়া-মহল্লা বাঁশের ব্যারিকেড দিয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ রেখেছে এলাকাবাসী।
এদিকে সারাদেশের মত রাঙ্গুনিয়া উপজেলায় প্রশাসন যখন করোনা সংক্রামণ ঠেকাতে তৎপর, তখন নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখতে ও বাইরের কারো আসা ঠেকাতে পাড়া, মহল্লার প্রবেশপথে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ অবস্থা বজায় রাখার এ প্রচেষ্টা চলছে।
এই ব্যারিকেডের উদ্দেশ্য গ্রামে বা পাড়ায় নতুন কারো আসা বন্ধ করার পাশাপাশি যানবাহনের চলাচলও বন্ধ রাখা। এছাড়াও অপ্রয়োজনে সাধারণ মানুষ যেন ঘরের বাইরে যেতে না পারে।
উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর, মোগলবাড়ি, ৩ নম্বর রাঙ্গুনিয়ার ব্রক্ষত্তোর পাড়া, সাহাবদিনগর, ১ নম্বর রাজানগরের ভরনছড়ি, সাতঘড়িয়া পাড়া, ইসলামপুরের সায়ের মোহাম্মদ বাড়ী, ঘাগড়ারকুল, দক্ষিণ রাজানগরে খন্ডলিয়াপাড়া, সাদেকের পাড়া, রাজাভুবন, লালা নগরের আলমশাহ পাড়া, গজালিয়া, ঘাগড়া খিলমোগল, পারুয়ার সৈয়দনগর, চন্দঘোনার মোল্লাপাড়া, শিলক, কোদালা, বেতাগী, পোমরা, পদুয়া মরিয়ম নগর, সরফভাটা ইউনিয়নসহ পৌরসভার মুরাদ নগর, ইছাখালীর গুচ্ছগ্রাম, নোয়াগাঁও, ভুবানী-এসব এলাকার প্রবেশমুখে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডে টাঙানো কাগজে লেখা আছে এলাকা ‘লকডাউন’, দয়া করে কেউ আসা-যাওয়া করবেন না।
ইসলামপুর ইউনিয়নের সায়ের মোহাং বাড়ির আব্দুল আজিজ বলেন, ‘এসব গ্রাম ও রাস্তা দিয়ে প্রতিদিন অবাধে ইটের ট্রাক, বালু ও মাটি ইটভাটায় পরিবহন করছে একটি চক্র। ফলে গ্রামে বাইরের মানুষের আসা-যাওয়া ছিল অবাধ। গ্রামবাসীর সুরক্ষার চিন্তায় এলাকার ছাত্র, যুবক ও তরুনরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশপথে বাঁশের ব্যারিকেড দিয়েছে। যাতে বাইরের কেউ গ্রামে ঢুকতে না পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘সরকারিভাবে উপজেলার কোন গ্রাম, পাড়া বা মহল্লা লকডাউন করা হয়নি। তবে বাইরের মানুষ ঠেকাতে এলাকাবাসী স্বেচ্ছায় যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তবে এটি নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন