|| অনলাইন প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
করোনা দুর্যোগ ও রোজাতেও থামছে না ইয়াবা পাচার। আর এতে অনেকের মত জড়িত রোহিঙ্গারাও। বুধবার এমনি দুইজন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এই দুই রোহিঙ্গা সম্পর্কে পিতা-পুত্র।
মাদক পাচারের খবর পেয়ে বুধবার বিকেল ৩টার দিকে র্যাব-১৫ এর একটি দল টেকনাফ-কক্সবাজার সড়কের রঙ্গিখালী রাস্তার মোড়ে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই দুই রোহিঙ্গা শরণার্থি। পরে এদের আটক করে র্যাব।
এই দুইজন থাইংখালী ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-ডি-৬ এর রোহিঙ্গা শরণার্থি ইদ্রিস ও তার ছেলে নুর হাসান। এদের কাছে ৯ হাজার ৯শ ৯০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
সংশ্লিষ্ট আইনে মামলার পর ইয়াবাসহ আটক দুইজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী (মিডিয়া) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। #