ইনকনট্রেড আইসিডিতে গাড়ির ট্যাংকে বিস্ফো্রণ, নিহত ৩

।।সারাবেলা প্রতিবেদন, চট্টগ্রাম।।

চট্টগ্রামে একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে কন্টেইনারবাহী লরির জ্বালানি ট্যাংকে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। পূর্ব পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড লিমিটেডের ডিপোতে বুধবার বেলা পৌনে ১২টায় এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরও তিন শ্রমিক।

নিহতরা হলেন- মুক্তার হুসাইন, নেওয়াজ উদ্দিন ও মো. আরমান। এদের মধ্যে একজন গাড়িচালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি ও অপরজন আইসিডির কর্মী।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ  জানিয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড ডিপোর ওয়ার্কশপে শ্রমিকরা একটি লং ট্রেইলারের জ্বালানি  ট্যাংকে ওয়েল্ডিং করছিল।এ সময় বিস্ফোরণ ঘটে সেখানে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত শ্রমিকদের মরদেহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন