|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদে চালের পোকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে মুক্তা (১৩) নামের এক কিশোরী।
বুধবার ৩রা জুন সকাল ৭টার দিকে ওই কিশোরীর বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মুক্তা উপজেলার পশ্চিম চরউমেদের ১নং ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের কাদির সর্দার বাড়ির কৃষক মো: মিরাজ হোসনের মেয়ে এবং স্থানীয় কচুয়াখালী মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল জানান, “ বিষপানের পরে ওই কিশোরীকে ভোলা হাসপাতালে নেয় তার স্বজনরা। ওখানে তার মৃত্যু হয়। পরে তার লাশ নিজ বাড়িতে আনলে আমরা সেটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।
সসা/সালাম/ এসএম/এসকে