|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ।।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ে বাহিরে বের হওয়ায় সাত জনকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল থেকে ভোলা সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবি আবদুল্লাহ।
তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ও মুখে মাস্ক না পরে বাহিরে বের হওয়ায় সাত জনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে এ অভিযানে অব্যাহত থাকবে।