|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
ভোলা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইলিশা নৌ-থানার একাংশসহ ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে জংশন বাজারের নৌ-পুলিশ থানার পার্শ্ববর্তী মো. কালুর কাপরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কিভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রনের আগেই বাজারে অবস্থিত নৌ-থানার কিছু অংশ, ফারুকের কাঠের দোকান, জাহাঙ্গীরের টিনের দোকান, বসারের ওষুধের দোকান,শাহাবুদ্দিনের হোটেল, নিজামের গার্মেন্টস, মফিজের তেলের দোকান, ইসমাইলের হার্ডওয়্যার দোকান, মোকতারের হোটেল, পরিমলের জুয়েলার্স, জুয়েলের মাংসের দোকান, আরিফের মুদি দোকান, সোহাগের কাপরের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও ১৫টি দোকানের অংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডে তাদের থানার রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাক পুড়ে গেছে। তবে মূল ভবনের কোন ক্ষতি হয়নি। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়।