বরিশালে ২১৫ মসজিদ পেল প্রধানমন্ত্রীর অনুদান

|| অনলাইন প্রতিনিধি, সদর (বরিশাল) ||

করোনা পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ জেলার ৬৬৬৩ টি মসজিদে দেয়া শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২৮ মে সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় কাশীপুরে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯৫ টি এবং চরমোনাই ইউনিয়নের ১২০ টি সহ মোট ২১৫ টি মসজিদের অনুক‚লে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

গত ২২মে শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সদর উপজেলার মসজিদের ইমাম এবং পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেয়ার মধ্য দিয়ে এই অনুদান বিতরণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল এর পরিচালক এবিএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল এর সহকারী পরিচালক আলম হোসেনসহ আরো অনেকে।

জেলার ১০ টি উপজেলার ৬৬৬৩ টি মসজিদে বরাদ্দের মোট অর্থ জেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিতরন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এর মধ্যে সদর উপজেলার মসজিদের সংখ্যা ১০৫০ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ১১১৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৭৮৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার মসজিদের সংখ্যা ৪৩৬ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার মসজিদের সংখ্যা ৮৩৮ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৪৭৭ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার মসজিদের সংখ্যা ৬৫৫ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার মসজিদের সংখ্যা ২৮৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার মসজিদের সংখ্যা ৫৩৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা এবং বানারীপাড়া উপজেলার মসজিদের সংখ্যা ৪৯৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন