|| অনলাইন প্রতিনিধি, সদর (বরিশাল) ||
বরিশালের সদর উপজেলায় মানবতার ঈদ বাজার ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা স্ক্রিনিং কার্যক্রম চালু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখা। ঈদ বাজার থেকে দরিদ্র পরিবারকে সেমাই, দুধ, চিনিসহ খাদ্যসহায়তা দেয়া হবে। অন্যদিকে বাসদের স্বাস্থ্যসেবা স্ক্রিনিং টীম নগরীর ঘরে ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্যপরীক্ষা করবে, পরামর্শ দেবে, প্রয়োজনে ঔষধ সরবরাহ করবে।
শুক্রবার ২২ মে এদুই মহতি উদ্যোগের উদ্বোধন কালে এক যুক্ত বিবৃতিতে বাসদ এর আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্ত্তী এসকল বিষয় জানান। তারা আরও বলেন, গত ৫৫ দিন ধরে করোনা মহামারিকালীন সময়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দু:স্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বাসদ পালন করছে এক মুঠো চাল ও মানবতার বাজার কর্মসূচী, যার আওতায় এপর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে বাসদ শুক্রবার থেকে শুরু করছে মানবতার ঈদ বাজার যেখানে ২০০০ দরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষে সেমাই, দুধ, চিনিসহ খাদ্যসহায়তা দেয়া হবে এবং ঈদের দিন আরো ৪০০০ পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হবে। অন্যদিকে মার্চ মাস থেকে বাসদ টেলিমেডিসিন পোর্টালের মাধ্যমে বরিশালের তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে, ফ্রি এম্বুলেন্স সার্ভিস পরিচালনা করেছে।
এরই ধারাবাহিকতায় বাসদ চালু করছে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা স্ক্রিনিং কার্যক্রম। বাসদের স্বাস্থ্যসেবা স্ক্রিনিং টীম নগরীর ঘরে ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্যপরীক্ষা করবে, পরামর্শ দেবে, প্রয়োজনসাপেক্ষে ঔষধ সরবরাহ করবে। এ স্বাস্থ্যপরীক্ষার মধ্য দিয়ে করোনা ভাইরাসের ঝুঁকি আছে এমন রুগীদের আলাদা করা যাবে বলে তারা আশা ব্যাক্ত করেন।
সসা/জেএইচ/এসএম