স্বাস্থ্যবিধি না মানায় লালমোহনে ৭ ব্যবসায়ীকে জরিমানা

|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||

ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং মুদি দোকাগুলোতে মূল্য তালিকা না থাকায় ৭ব্যবসায়ী ও মাক্সবিহীন চলার দায়ে এক পথচারীকেসহ মোট ১৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১৯ মে দুপুরে পৌর শহরের সদর বাজারের ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভোলা) জিমরাণ মোহাম্মদ সায়েম। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- রাফি ভ্যারাইটিজ ষ্টোর, মিজান ষ্টোর এবং ঝর্ণা ফ্যাশন এ- ফেব্রিক্স, সাকিব হার্ডওয়ার, ফারিয়া এ- তাহা ট্রেডার্স, সিংঙ্গার শোরুম এ- মোবাইল প্লাস। এসময় ৭ প্রতিষ্ঠানের মালিকদের ১৭,৫০০ টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে মাক্সবিহীন ঘোরাঘুরির কারণে এক পথচারীকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরাণ মোহাম্মদ সায়েম জানান, সরকারের স্বাস্থ্যবিধি অমান্য ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ী এবং মাক্সবিহীন এক পথচারীকেও জরিমানা করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি (তদন্ত) মো: বশির আলম ও এএসআই হাসান।

সসা/এএস/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন