|| অনলাইন প্রতিনিধি, লালমোহন ভোলা ||
ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকায় নদী থেকে ফারুক (৫০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ফারুক ভোলার উত্তর ভেদুরিয়া ২নং ওয়ার্ড এলাকার মৃত কাজল মিয়ার ছেলে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২১জুন (রবিবার) নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ফারুক। আজ (বুধবার) লালমোহন ধলীগৌরনগর বাত্তির খাল এলাকার মেঘনায় তার লাশ ভেসে উঠে। সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।