লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড

|| অনলাইন প্রতিনিধি, লালমোহন(ভোলা) ।|

ভোলার লালমোহন পৌর শহরের সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকানের ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

সংবাদ পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন উপজেলার ফায়র সার্ভিসের ৫টি ইউনিটে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করেছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় বাজারের বৃহৎ পোল্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান “আইডিয়াল পোল্ট্রি ফিড”র ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব হারুনুর রশিদ।

শুক্রবার রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন