লালমোহনে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের প্রতীকী অনশন

জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য অনুদান বরাদ্দ ও আগামী ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার ঘোষণা বহাল


॥ সারাবেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা) ॥

জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য অনুদান বরাদ্দ ও আগামী ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার ঘোষণা বহাল রাখার দাবিতে ভোলার লালমোহনে প্রতীকী অনশন করেছেন উপজেলা “কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশন”।

বুধবার সকাল ১০ টায় লালমোহন বাজার চৌরাস্তায় অনশন করেন তারা।

এসময় সরকারের ঘোষণানুযায়ী আগামী ১৩ জুন স্কুল খোলার দাবি জানান তারা। একই সাথে মহামারি করোনায় কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য জাতীয় বাজেটে অনুদান বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

প্রতীকী অনশনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণপূর্বক তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে দাবি জানান   উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। পরে এ্যাসোসিয়েশনের আহবায়ক ও হামিম রেসিডেন্সিয়াল একাডেমীর পরিচালক মোঃ রুহুল আমিনকে জুস পান করিয়ে প্রতীকী অনশন সমাপ্ত করেন তিনি।


অনশনে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সাংবাদিক জসিম জনি, সদস্য সচিব আজিম উদ্দিন, সদস্য নুরনবীসহ কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

সংবাদ সারাদিন