মুলাদীতে ট্রলারসহ তিন গরু চোর আটক

বরিশালের মুলাদীতে ট্রলারসহ ৩ গরু চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার কাঠেরচর এলাকার আড়িয়ালখা নদী..

|| সারাবেলা প্রতিনিধি , মুলাদী  ||

বরিশালের মুলাদীতে ট্রলারসহ ৩ গরু চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার কাঠেরচর এলাকার আড়িয়ালখা নদী থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বাবুগঞ্জ উপজেলার ওলনকাঠি গ্রামের অমূল্য হালদারের ছেলে মিলন হালদার, বাগেরহাটের খানজাহান আলীর শিরামনি গ্রামের খোকন সরদারের ছেলে পান্না সরদার, বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের রহিম হাওলাদারের শফিক ওরফে হৃদয়।

স্থানীয়রা জানান, একদল চোর বাবুগঞ্জের উত্তরচর ডাকাতিয়া এলাকা থেকে ৪টি গরু চুরি করে ট্রলার যোগে পালিয়ে যাওয়ার সময় নদীতে থাকা জেলেরা টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নদীর পাড়ে জড়ো হয় এবং গরু চোরদের উত্তম-মাধ্যম দিয়ে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশকে কাঠেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দীন মৃধা জানান,  বাবুগঞ্জ থেকে গরু চুরি হওয়ায় বিষয়টি নিয়ে গরুর মালিক আব্দুল লতিফ হাওলাদার বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তাই ট্রলার ও গ্রেফতারকৃতদের বাবুগঞ্জ থানা পুলিশের কাছে হস্থানন্তর করা হয়েছে।

 

 

সংবাদ সারাদিন