মুলাদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্নসাতের অভিযোগ

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ, হতদরিদ্র মহিলাদের ভিজিডির চাল ও বিভিন্ন প্রকল্পের টাকা

|| সারাবেলা সংবাদদাতা, মুলাদী ||

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ, হতদরিদ্র মহিলাদের ভিজিডির চাল ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাত, দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার ২০ই ডিসেম্বর দুুপুর ১টার দিকে নাজিরপুর ইউনিয়নের ডাকবাংলোর সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে আবু হাসানাত জাপান নাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলেদের চাল আত্নসাত, জেলেদের ওপর হামলা, ভিজিডির নামে টাকা উত্তোলন, বয়স্ক ও বিধবা ভাতাধারীদের টাকা আত্নসাত, এলজিএসপির টাকা আত্নসাতসহ বিভিন্ন দূর্ণীতি করেছেন বলে অভিযোগ করে স্থানীয়রা তাকে অপসারণ ও বিচারের দাবী জানিয়ে কয়েক মাস আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়।

ওই আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শহীদুল ইসলাম রবিবার তদন্তের জন্য আসলে বঞ্চিত জেলে, নারী ও ইউনিয়নের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।

এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি অধ্যাপক বদিউল আলম মুকুল তালুকদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল খান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরদার, নাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাদল সিকদার, ইউনিয়ন জেলেদের নেতা কবির সিকদার, মকবুল খান, আলী আজমসহ ইউনিয়নের সাধারণ জেলে ও হতদরিদ্র নারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন আবু হাসানাত জাপান আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ৫বছরে দরিদ্র জেলে ও নারীদের চাল এবং বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাজ না করেই টাকা আত্নসাতসহ নানান দূর্ণীতি ও অনিয়ম করেছেন। তিনি নাজিরপুর ইউনিয়ন পরিষদকে দূর্ণীতির আখড়ায় পরিণত করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা। এব্যাপারে নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ সারাদিন