|| সারাবেলা প্রতিনিধি,ভোলা ||
ভোলার তজুমদ্দিন উপজেলায় হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এম ভি ফারহান-৪ লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবিতে আল আমিন নামের এক জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় রাকিব, আলাউদ্দিনও মোশারফ নামের তিন জেলে আহত হয়েছে। এদের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে তজুমদ্দিন চৌমুহনী লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া ট্রলারের মাঝি নুরনবী জানান, সন্ধ্যায় তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এম ভি ফারহান-৪ লঞ্চটি ঘাট করে। পরে যাত্রী নিয়ে লঞ্চটি ছেড়ে যাওয়ার সময় মাছ ধরার একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ৬ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়।
এ সময় পাশ্ববর্তী ট্রলারের লোকজন এসে পাঁচ জনকে উদ্ধার করলেও আল আমীন নামের একজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে উদ্ধার হওয়া তিন জনকে আহত অবস্থায় তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ এ রুটে মেসার্স ফারহান নেভিগেশনের লঞ্চগুলোর বেপরোয়া গতির কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে।
ফারহান লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুকুর রহমান বলেন, ট্রলারটি যাত্রীবাহি লঞ্চ চলাচলের চ্যানেলে মাছ ধরতে ধরতে লঞ্চের ভেতরে চলে আসে। এ কারণে লঞ্চটি ধাক্কা খায়। লঞ্চের স্টাফরা সহযোগীতা করে ট্রলারে থাকা ৫জনকে উদ্ধার করে। অন্য ট্রলারও এসে সহায়তা করেছে। কেউ নিখোঁজ নেই। কিন্তু তাঁদের বিপক্ষের একটি দল মিথ্যা খবর ছড়াচ্ছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা জানান, ট্রলার ডুবির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।