|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
ভোলায় করোনা ভাইরাস শনাক্ত ও চিকিৎসা প্রদানের জন্য পিসিআর ল্যাব, আইসিইউ বেড স্থাপন এবং ওয়াটার এ্যাম্বুলেন্স চালুর দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২রা জুন বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্থানীয় সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ ও ভোলা ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়।
এসময় মানববন্ধনে নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহন করেন ইলিশা সামাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন,পূব ইলিশা যুব ফাউন্ডেশন, বাপ্তা সমাজ সেবা সংগঠন, পরিবর্তন, ভোলা মানব প্রেমের সৈনিক সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা নিউজের সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা জজ কোটের পিপি এডভোকেট মেজবাহুল আলম, আকবর আকন, নাজিমউদ্দিন নিক্সন, ফারুক সিকদার, বশির আহাম্মদ হাওলাদার, নবীর হোসেন,
সাংবাদিক ফয়েজ, সংবাদিক ও শিক্ষক ইকরামুল আলম, সাংবাদিক এইচ এম নাহিদ প্রমূখ।
বক্তারা বলেন, করোনা সংক্রমের প্রথম থেকেই ভোলার একুশ লক্ষ মানুষের প্রাণের দাবী ভোলায় করোনা ভাইরাস টেস্টের পিসিআর ল্যাব, আইসিইউ বেড স্থাপন করা। এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রনালয় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি পিসিআর ল্যাব ও ১০টি আইউসিউ বেডসহ ভ্যান্ডিলেটর অনুমোদন দেয়। আমরা দ্রুত এই ল্যাবটি স্থাপন, আইসিউ বেড ও নৌ- এ্যাম্বুলেন্সের জোর দাবি জানাচ্ছি।
সসা/ইকরামুল/এসএম/এসকে