ভোলায় চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে আবেগী চিরকুট লিখে সম্পদ চন্দ্র দে (২৬) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সম্পদ চন্দ্র দে ওই এলাকার নিতাই চন্দ্র দে'র ছেলে

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে আবেগী চিরকুট লিখে সম্পদ চন্দ্র দে (২৬) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সম্পদ চন্দ্র দে ওই এলাকার নিতাই চন্দ্র দে’র ছেলে ও ভোলা সরকারি কলজের অনার্স চতুর্থ বর্ষের  ছাত্র।

সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তার নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত সম্পদ চন্দ্র দে’র বোন মৌসুমি জানান, সম্পদ প্রতিদিনের ন্যায় দুপুরে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যান। পরে সন্ধ্যার দিকে আমরা তার রুমে একটি আওয়াজ শুনতে পাই। পরে রুমের ভিতর গিয়ে দেখি আড়ার সঙ্গে সম্পদ ঝুলছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর  হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা  জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। চিরকুটে লেখা রয়েছে “অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি”।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি প্রেম ঘটিত বিষয় । তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন