।।সারাবেলা প্রতিনিধি, ভোলা ।।
ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পু্ড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে চরফ্যাশন বাজারের সদর রোড পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথমে আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের একটি হোটেল থেকে এ আগুনের সূত্রপাত বলে একাধিক সূত্র নিশ্চিত করেন৷
জানা যায়, সকালে চরফ্যাশন বাজারের সদর রোডের আল আমিন হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে আল আমিন হোটেলসহ বরকত স্টোর, সৌদিয়া গ্লাস হাউজ, মিতালি বেকারী এন্ড ফাস্টফুট, মা টেলিকম, ঝমঝম হোটেল এবং খালেক মিয়ার চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়৷ পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে আগুন লাগার খবর শুনে চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনা স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।