বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন

|| অনলাইন প্রতিনিধি, সদর (বরিশাল)||

বরিশাল সদরের পার্শ্ববর্তি উপজেলা বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন হয়েছে। উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদী থেকে শুক্রবার ৩ জুলাই সন্ধ্যা ৬টায় পুত্রের গলাকাটা লাশ ও শনিবার ৪ জুলাই সকাল ১০টায় পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। ‘চাই’ বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়। একই এলাকা থেকে চাই বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ টি চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোজ-খবর পাওয়া যায়নি। পরে জানাযায় তাদের লাশ নদীতে পাওয়া গেছে। নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দুরে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে তাদের। অজ্ঞাত হত্যাকারীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন