নদী ভাঙ্গন থেকে বাঁচতে মানববন্ধন

বরিশালের দার্শনিক আরজ আলী মাতব্বরের গড়া আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরিসহ আশপাশের গ্রামগুলোকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার দাবীতে নদীতীরে মানববন্ধন করেছে লামচরি এলাকাবাসী ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ।

|| সারাবেলা প্রতিনিধি, বরিশাল ||

বরিশালের দার্শনিক আরজ আলী মাতব্বরের গড়া আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরিসহ আশপাশের গ্রামগুলোকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার দাবীতে নদীতীরে মানববন্ধন করেছে লামচরি এলাকাবাসী ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ।

রোববার সকাল ১১টায় কির্তনখোলা কোলঘেষা গ্রাম চরবাড়িয়ার লামচরির নদীতে গ্রাম, জমি ও ঘড়বাড়ি হারিয়ে নিঃশ হওয়া সাধারন অসহায় মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। দার্শনিক আরজ আলি মাতুব্বরের নাতি শামীম আলি মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন উর রসিদ, বরিশাল ক্ষেতমজুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, সাধারন সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিরেন রায়, প্রচার প্রকাশনা সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ, খেতমজুর সমিতির স্থাানীয় নেতা কালাম হাওলাদার ও এলাকাবাসি কবির হোসেন মৃধা।

এসময় নিঃস্ব অসহায় নদী ভাঙ্গলী মানুষগুলো স্থায়ীভাবে নদী ভাঙ্গনের হাত থেকে চরবাড়িয়ার লামচড়ি গ্রামসহ দার্শনিক আরজ আলি মাতুব্বরের স্মৃতি চিহ্ন রক্ষা করতে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রাণীসম্পদ প্রতিমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন