তীব্র জোয়ারে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনায় অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্ধি হয়েছে কয়েক লাখ মানুষ। তবে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে পানি বন্দি মানুষদের।

।। সারাবেলা প্রতিনিধি, ভোলা ।।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনায় অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্ধি হয়েছে কয়েক লাখ মানুষ। তবে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে পানি বন্দি মানুষদের।

শহর রক্ষা বাঁধ উপচে বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। মাছের ঘের তলিয়ে কোটি টাকার লোকসানে মাছ চাষিরা, ভেসে গেছে শতশত গবাদি পশু। গতকাল বুধবার পর্যন্ত জেলাজুড়ে শতশত গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

স্থানীয়রা বলছেন, ভোলার সাতটি উপজেলায় এ পর্যন্ত ৪ লাখ মানুষ পানি বন্দি রয়েছেন।

জানা যায়, ভোলার সদর উপজেলার বাপ্তা, রাজাপুর, কাঁচিয়া, শিবপুর, পশ্চিম ইলিশা, পুর্বইলিশা, ভেলুমিয়া, ভেদুরিয়া ইউনিয়ন, দৌলতখান উপজেলার, মদনপুর, নেয়ামতপুর, মেদুয়া, ভবানীপুর, সৈয়দপুর সহ প্রায় ১০০টি চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারে ভোলা সদর উপজেলার ইলিশা, রাজাপুর, ধনিয়ার তুলাতুলির বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা আবু তাহের বলেন, প্রবল জোয়ারের কারনে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট জোয়ার পানির নিচে তলিয়ে গেছে, শতশত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। জোয়ারের প্রবল স্রোতে ভেসে গেছে ১০ বছরের শিশু।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ডালচর, কুকরিমুকরি ,খেজুর গাছিয়ার ৪ টি ট্রলার প্রবল জলোচ্ছাসের কারনে ডুবে গেছে। ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বুধবার ভোলার নদনদীতে জোয়ারের উচ্চতা ছিল প্রায় ৫ মিটার, যা বিপদসীমা অতিক্রম করেছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি বলছেন, জোয়ারের প্রভাবে বেড়িবাধ সংলগ্ন ও চরাঞ্চলে প্রায় ৫০হাজার মানুষ পানিবন্ধি রয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতি গ্রস্তদের পুর্নবাসনের ব্যাবস্থা করা হবে।

৮ thoughts on “তীব্র জোয়ারে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন