চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ২

ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে মো. জাফর (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

॥ সারাবেলা প্রতিনিধি, ভোলা ॥

ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে মো. জাফর (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় পিকআপের ড্রাইভার মো. তুহিন ও গাড়ীতে থাকা আবুল কাশেম গুরুতর আহত হয়। নিহত জাফর ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের বাসিন্দা।

সোমবার ১৭ আগস্ট দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জাফর ও আবুল কাশেম কাঁচা মালের (সবজি) ব্যবসা করতো। তারা দু’জন প্রতিদিন চরফ্যাশন বাজার থেকে সবজি কিনে নিয়ে লালমোহনসহ বিভিন্ন বাজারে বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে তুহিনের পিকআপ ভ্যান ভাড়া করে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন।

পিকআপটি ভ্যানটি চরফ্যাশনের জনতা বাজারের কাছাকাছি আসলে একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বাগানের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ব্যবসায়ী জাফর ঘটনাস্থলেই নিহত হয়। তার সাথে থাকা আবুল কাশেম ও পিকআপের ড্রাইভার তুহিন গুরুতর আহত হয়। পরে লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন