গৌরনদীতে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম

সহপাঠী স্কুলছাত্রীকে নিয়ে বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বাড়িতে হামলা চালিয়ে রাসিক হাওলাদার (১৬) নামের এক স্কুল ছাত্রকে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে বখাটে এক যুবক।

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ||

সহপাঠী স্কুলছাত্রীকে নিয়ে বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বাড়িতে হামলা চালিয়ে রাসিক হাওলাদার (১৬) নামের এক স্কুল ছাত্রকে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে বখাটে এক যুবক।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার আনোয়ার হোসেনের বাসায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে (রাসিক) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে (রাসিক) উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও কমলাপুর গ্রামের ওমান প্রবাসী নজরুল হাওলাদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত’র স্বজনরা জানায়, স্কুলছাত্র রাসিক হাওলাদার তার সহপাঠী একছাত্রীকে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সুন্দরদী এলাকায় মামার শ্বশুর (নানা) আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে।

স্কুল ছাত্রী জানায়, বখাটে রফিক আনোয়ার হোসেনের বসতঘরে প্রবেশ করে ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে রাসিক হাওলাদার এগিয়ে আসলে রাসিককে ধারালো দায়ের কোপে গুরুত্বর জখম হয়েছে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্র রাসিক হাওলাদারকে দেখতে যান। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বখাটে রফিক সরদারকে আটকের জন্য অভিযান চলছে।

 

 

সংবাদ সারাদিন