গৌরনদীতে সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে আহত

|| সারাবেলা প্রতিনিধি, গৌরনদী ||

এক বছর পূর্বের একটি ঘটনায় বসানো সালিশ বৈঠকে মধ্য বয়সী তিন সন্তানের জনককে দোষী সাব্যস্ত করে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত শংকর চক্রবর্তী জানান, গত এক বছরপূর্বে স্থানীয় প্রভাবশালীদের সাথে একটি তুচ্ছ ঘটনা ঘটে।

ওই ঘটনার জেরধরে এক বছর পর গত সোমবার (৮ মার্চ) রাত নয়টার দিকে সালিশ বৈঠক ডাকা হয়। এসময় সালিশ বৈঠকে বসে তাকে (শংকর) পিটিয়ে গুরুতর আহত করে লক্ষী মন্ডল, নিতাই মন্ডল, কানাই মন্ডল ও অধীর মন্ডলসহ অন্যান্য সালিশরা।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সারাদিন