৬ বছর পর কালাই আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় মিনফুজুর রহমান মিলন ও কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু নির্বাচিত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় মিনফুজুর রহমান মিলন ও কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু নির্বাচিত হয়েছেন।

বুধবার ১০ই মার্চ বিকেলে সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন এ ঘোষণা দেন।

দীর্ঘ ৬ বছর পর কালাই উপজেলার এ সম্মেলনে কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু কাউন্সিলদের ১২৯ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. ন. ম শওকত হাবিব তালুকদার লজিক ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড সামছুল আলম দুদু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

সংবাদ সারাদিন