|| সারাবেলা প্রতিনিধি, লালমোহন ||
সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ষষ্ঠদিনেও জনসাধারণের অবাধ চলাচল ও অতিরিক্ত যান চলাচল রোধে ভোলার লালমোহনে একযোগে কাজ করছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। এসময় বিনা প্রয়োজনে বাইরে বেরুনের দায়ে ৮জনকে ৩৬শ টাকা জরিমানা করেন, পাশাপাশি আইন অমান্যকারীদের কে সতর্ক করেন তিনি।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লালমোহন বাজারে আসা অতিরিক্ত যান ঠেকাতে ও মানুষের অবাধ চলাচল রোধে মাঠে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদসহ পুলিশ সদস্যরা। এসময় থানা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যান ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।এদিকে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, কেউ আইনের উর্ধ্বে নয়। কেউ সরকার ঘোষিত আইন অমান্য করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় সকলকে সরকার কর্তৃক ঘোষিত আইন মেনে ঘরে থাকার আহবান জানান তিনি।