|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
জেলা শহরের নিউ ব্রিজসংলগ্ন ঘাঘট নদীর দুই তীরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু রাখায় শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে । বাঁধ রক্ষায় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।
গাইবান্ধা শহরের নিউ ব্রিজের কাছে ঘাঘট নদীর দুই পাড়ে বালু রেখে চুটিয়ে ব্যবসা করে আসছেন কিছু ব্যবসায়ী। অসাধু বালু ব্যবসায়ীদের একটি চক্র নৌকা ও ট্রলার বোঝাই করে বালু এনে নদীর দুই তীরে জমা করে এখান থেকে বিক্রি করে থাকে। এসব বালু বিক্রির জন্য প্রতিদিন অসংখ্য ট্রলি ও কাঁকড়া যাতায়াতের ফলে বাঁধের রাস্তা ভেঙ্গে হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। অন্যদিকে ট্রাক্টর চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কগুলো। এছাড়া পরিবেশ দুষণ, যানজট সৃষ্টিসহ প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
নাগরিক সমাজ বলছেন, বাঁধের উত্তর-দক্ষিণ দুই পাড় দখল করে যেভাবে বালু ব্যবসা করায় ক্ষতিতে পড়ছে বাঁধ। এতে করে আসছে বর্ষায় শহর রক্ষা বাঁধ রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছি। দ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।