|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||
হারিয়ে যাওয়ার ৫ বছর পর স্বজনদের কাছে ফিরে এসেছেন মেহেরপুরের গাংনীর নওদাপাড়ার গ্রামের মিজানুর রহমান কালু। চব্বিশ বছর বয়সী কালু আজ থেকে পাঁচ বছর আগে কোথায় যেনো চলে যান।
বুধবার রাতে মেহেরপুর কোর্ট এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। এসময়ে তাকে চিনতে পেরে নিয়ে বাড়ি নিয়ে যান স্বজনরা। মিজানুর রহমান কালু কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া বাজার পাড়া এলাকার মৃত উকিল উদ্দীনের ছেলে।
মিজানুর রহমান কালু’র মেজ ভাই বকুল হোসেন জানান, ২০১৬ সালের মার্চ মাসের দিকে তার এই ভাই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর গাংনী থানায় জিডি করাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
বুধবার রাত ৮ টার দিকে বকুল হোসেনের শ্বশুর আব্দুল কাদের ও মামা শ্বশুর একলাছুর রহমান কালুকে দেখে চিনতে পারেন। বকুল আরো জানান, মিজানুর রহমান কালু মানুষের সাথে কম কথা বলে। সে দীর্ঘ ৫ বছর কোথায় ছিলো বলতে পারছেনা। তবে গত কয়েকদিন আগে মেহেরপুরে এসেছে বলে জানিয়েছে সে।