হাত কাটার মামলায় মুন্সীগঞ্জ যুবলীগ সভাপতি কারাগারে

|| সারাবেলা সংবাদদাতা, মুন্সীগঞ্জ ||

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সংঘর্ষে ও এক ব্যক্তির হাত কাটার মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান খানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার ১লা ডিসেম্বর জেলা আমলি আদালত-৫ এ জামিন আবেদন করলে বিচারক মুক্তার মণ্ডলের আদালত তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, গেল ৯ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলার বৈদ্দারগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয় রুবেল (৩২) ও কবির (২২) নামে দুইজন।

আহতদের মধ্যে রুবেলের এক হাতের কব্জি কাটা ও আরেক হাতের দুই আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে আর কবিরের গায়ের বিভিন্ন জায়গায় ধারালো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ ঘটনার দুই দিন পর (১১ আগস্ট) আহত রুবেল স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় জেলা যুবলীগের  সভাপতি (ভারপ্রাপ্ত) শাজাহান খানকে প্রধান আসামি করে ২৪ জন নাম উল্লেখ করে ও ১০/১২ জন অজ্ঞাত আসামির নামে মামলা রুজু করেছিলেন।

শাহজাহান খান বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নারায়ণগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি। কয়েক মাস আগে নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বাস্তবায়নের নামে ও অভিযান পরিচালনার কথা বলে বিভিন্ন ফার্মেসির মালিকদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা নেওয়ার অভিযোগ উঠে। তার উপর অতিষ্ঠ হয়ে অনেক ফার্মেসি মালিক নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন