হাতীবান্ধায় সড়কে ঝরে গেল দুই পুলিশ সদস্যর প্রাণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।

||সারাবেলা প্রতিনিধি, লালমনিরহাট ||

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।

সোমবার ১৮ই জানুয়ারি  বিকালে লালমনিরহাট -বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো। এসময় খানের বাজার নামক এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তারা মারা যান। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ সারাদিন