|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
বালিকাকে বিয়ে! তাও আবার হাতিতে চড়ে! বেআইনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোর ইউনিয়নের আটিয়াবাড়ির যুবক সম্রাট। তবে পুলিশ আসবার আগেই বিয়েটি সেরে সটকে পড়েন বর ও কনে পক্ষ।
পুলিশ বলছে, শুক্রবার ১২ই ফেব্রুয়ারি আটিয়াবাড়ির দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার (১৭)। আদুরী দশম শ্রেণির ছাত্রী। আর বর সম্রাট নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বদ্ধু খানের ছেলে।
এ বিষয়ে ভাঙামোড় ইউনিয়ন চেয়ারম্যান মো. লুৎফর রহমান বাবু জানান, শুক্রবার বিকালে বর সম্রাট হাতির পিঠে চড়ে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারি এলাকা থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। এ সময় হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে যে হাতির পিঠে চরে বর সম্রাট মূলত এক বালিকাকে করতে যাচ্ছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে বিয়ে বাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার অগেই বিয়ে শেষ করে উভয় পক্ষ সটকে পড়েছে।