হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মদিন উদযাপন

আলোচকদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, আদর্শ ও চেতনা উঠে আসে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

বাঙালির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুদূরপ্রসারী বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছে বাংলাদেশ নামের নতুন একটি জাতিরাষ্ট্র। সেই মহানায়কের আজ ১০১তম জন্মদিন।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভার। দিনের শুরুতে সকাল ১০.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, হবিগঞ্জ ইশরাত জাহান।  সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  নূরুল ইসলাম,  ও হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক সকল দপ্তর প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ইমামবৃন্দসহ জেলার সকল পেশা ও শ্রেণির মানুষ।
সভাপতি,  প্রধান অতিথি ও বিশেষ অতিথির পাশাপাশি আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হবিগঞ্জ সদর  মো. মোতাচ্ছিরুল ইসলাম, নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

শিশু-কিশোরদের পক্ষ থেকে তিন জন শিশু বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনা প্রকাশ করে। আলোচকদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, আদর্শ ও চেতনা উঠে আসে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সংবাদ সারাদিন