|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় কলিমনগরে পিকআপ ভ্যান-অটোরিকশা ও টমটমের সংঘর্ষে হবিগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসকসহ দুইজন মারা গেছেন। শুক্রবার ১৮ই ডিসেম্বর আনুমানিক বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Hobiganj-03-1-300x184.jpg?resize=910%2C558&ssl=1)
এতে আহত হয়েছে আরও তিনজন, গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় নিহতরা হলেন-হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক এবং মাধবপুর উপজেলার বাসিন্দা দিপংকর পোদ্দার এবং আরেকজন হবিগঞ্জ বানিয়াচং উপজেলার বাসিন্দা জিলহাজ উদ্দিন।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Hobiganj-02-300x169.jpg?resize=1012%2C570&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Hobiganj-02-300x169.jpg?resize=1012%2C570&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2020/12/Hobiganj-02-300x169.jpg?resize=1012%2C570&ssl=1)
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপরে সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন ।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস এবং শায়েস্তাগঞ্জ থানার পুলিশ এসে নিহত দুইজন এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।