|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের পিটুনিতে মারা গেছে দুই ডাকাত। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লাখাই উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায় ৫ জনের ডাকাতদল। এ সময় ডাকাত দলের উপস্থিতির টের পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে।
আটক দুই ডাকাতের একজন মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন থেকেই ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে, আমরা প্রায় সময় গ্রামের মানুষ মিলে পাহারা দেই, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তিনি বলেন, আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় জানান চেষ্টা করছি।