|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
হবিগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ) পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
রোববার ২৮শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৪টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে চলে ভোট দেন ভোটাররা। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদন্দ্বিতা করছেন।