|| বার্তা সারাবেলা ||
করোনাদুর্যোগ ও বন্যার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের যশোর -৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন। ভোট শুরু হয়েছে যথারীতি সকাল ৯টায়। চলবে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট শান্তিপূর্ন ও নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিসহ অন্যসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া করোনা সংক্রমণ রোধে ভোটারদের জন্য অবশ্য প্রতিটি কেন্দ্রে সচেতনামূলক পোস্টার ও ব্যানারসহ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু পেপারের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। পরামর্শ দেয়া হয়েছে ভোট দিয়ে দ্রুত কেন্দ্র ছেড়ে যেতে।
যাশোর -৬ উপনির্বাচন
এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা দুই লাখ তিন হাজার ১৮ জন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব।
প্রায় ছয় মাস সদস্য ছাড়া এই আসনের আইন প্রণেতা নির্বাচন করতে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি কেন্দ্রীয়ভাবে ভোট সরে দাঁড়ানোয় মাঠে নামেননি ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ। যদিও ব্যালটে প্রতীকটি থাকছে।
যশোর জেলা নির্বাচন অফিস বলছে, ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচনী এলাকায় দুজন জুডিশিয়াল ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোতায়েন রয়েছে ছয় প্লাটুন বিজিবি সদস্য। ১৮টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের ছয়টি টিম নির্বাচনের মাঠে সার্বক্ষণিক কাজ করছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের কড়া উপস্থিতি।
করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের জন্য অবশ্য প্রতিটি কেন্দ্রে ব্যানারসহ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু পেপারের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। পরামর্শ দেয়া হয়েছে ভোট দিয়ে দ্রুত কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার। প্রার্থিরাও নিজেদের উদ্যোগে ভোটারদের সরবরাহ করছেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, যশোর-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে এলাকায় টহল দিচ্ছে। এ আসনের ৩৭৪ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন করে পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য রয়েছেন।
চলতি বছরের ২১শে জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে জাতীয় সংসদের যশোর-৬ আসনটি শূন্য হয়। এর পর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯শে মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনার কারণে ২২শে মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বগুড়া -১ আসনে নির্বাচন
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে জাতীয় সংসদের এই আসনটি বগুড়া-১। ভোটারসংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের সাহাদারা মান্নান নৌকা প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থি একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পাটির মোকছেদুল আলম লাঙ্গল প্রতীকে। এছাড়া বাঘ প্রতীকে মো. রনি, নজরুল ইসলাম বটগাছ প্রতীকে এবং ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে স্বতন্ত্র হিসেবে ভোট করছেন।
গেল ১৮ই জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ গত ২৯শে মার্চ এই আসনেও উপনির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আসন শূন্য পরবর্তী ৯০ দিন এবং দৈব-দূর্বিপাকে আরও ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৪ই জুলাই উপ-নির্বাচন হচ্ছে।
সকাল ৮টার মধ্যে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে জানিয়ে বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা উপসচিব মাহবুব আলম শাহ বলেন, “যমুনার পানি বাড়ায় সারিয়াকান্দি ও সোনাতলার ১৬টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।”
সকাল সোয়া ৯টায় সরিয়াকান্দির মথুরাপাড়া ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে মাত্র আটজন ভোটার লাইনে দাঁড়িয়ে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ভোটের বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি।
মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার সুলতান মাহমুদ জানান, ওই ভোট কেন্দ্র ছিল কর্নীবাড়ী নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে। বন্যার কারণে ভোট কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
ভোট সুষ্ঠু করার পদক্ষেপ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি কেন্দ্রভিত্তিক ১৭-১৯ জন নিরাপত্তা সদস্য; নির্বাচনী এলাকায় র্যাব, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা সদস্য, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাহী ও বিচারিক হাকিম মাঠে রয়েছে।
তথ্যসূত্র : যশোর ও বগুড়া প্রতিনিধি
৩ thoughts on “হচ্ছে যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন”
I am really impressed together with your writing skills as well as with the structure in your weblog.
Is that this a paid theme or did you modify it yourself? Anyway keep
up the nice quality writing, it’s uncommon to look a great weblog like this one today..
Helloo there I am so grɑteful I found your Ьlog page,
I reallу found you by accіdent, whiⅼe I was гesearching on Bing ffor something
else, Nonetheless I am here now and would jᥙst like too say kudօs for a
marvelous post aand a all round enjoyable blpg (I also love
the themе/design), I don’t have time to go
throuygh it all aat tһe moment but I have bookmarkoed it
and also added іn your RSS feeds, so wһen I have time I will be back to read much more,
Please do keep up tһe fantаstic job.
When someone writеs an piece of writing he/she keeps the thought of a user in his/her brain that hoᴡ a user cаn understand it.
So that’s why this paragraph is great. Thanks!