|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে রানা মিয়া (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ দুঘর্টনা ঘটে ।
নিহত কিশোর ঐ গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর দীর্ঘ দিন ধরেই তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার বায়না করে আসছিল। তবে দরিদ্র বাবা-মা স্মার্ট ফোন কিনে ছেলের আবদার পুরণ করতে পারেনি। বাবা-মায়ের সাথে অভিমান করে রানা মিয়া বুধবার রাতে গঁলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, নিহত কিশোরের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে তার বাবা-মায়ের কাছে একটা স্মার্ট ফোন চেয়েছিল। আবদার পুরণ করতে পারেনি বলে ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।