স্বীকৃতি পাচ্ছেন জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারস্থ সিএন্ডবি রোডের ত্রিমূখি পয়েন্ট হচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ স্মরণিকা চত্বর।

|| সারাবেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ) ||

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারস্থ সিএন্ডবি রোডের ত্রিমূখি পয়েন্ট হচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ স্মরণিকা চত্বর।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের বরাবরে সাচনা বাজার বনিক কল্যাণ সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, মরহুম ইউসুফ আল আজাদ স্মৃতি পরিষদের পক্ষে সদস্য সচিব সজীব বনিক ও হরেন্দ্র তালুকদারের পক্ষে পৃথক পৃথক ৩টি আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করে স্মরণীয় করে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাচনা বাজারস্থ সিএন্ডবি রোডে ত্রিমুখী পয়েন্টকে ইউসুফ আল আজাদ স্মরণিকা চত্বর নামকরণ করার প্রস্তাব করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদের সমন্বয় সভায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁকে স্মরণীয় করে রাখার জন্য চত্বর নামকরণের প্রস্তাব অনুমোদন হওয়ায় জেলা কমিটিতে পাঠানো হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে আমাদের ১৬টি ঘর এবং বাড়ি রাজাকার-আলবদররা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়। তৎকালীন সময়ে আমার দাদা মরহুম আব্দুর রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদ ছিলেন ৫ বারের ইউপি চেয়ারম্যান ও ৩ বারের উপজেলা চেয়ারম্যান। এলাকায় শিক্ষা ক্ষেত্রে অবদানস্বরূপ হাজী কালা গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারই স্বীকৃতিস্বরূপ এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে তাঁর নামে স্মরণিকা চত্বর নামকরণের প্রস্তাব নেয়া হয়।

সংবাদ সারাদিন