স্বাস্থ্য বিধি না মানায় খাগড়াছড়িতে ৪ ব্যাক্তিকে জরিমানা

নির্দেশনা অমান্যকারী ৪ ব্যাক্তিকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন।

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

কঠোর লকডাউন তৃতীয় দিনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন নির্দেশনা অমান্যকারী ৪ ব্যাক্তিকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল প্রশাসনের নজরদারী।

এ সময় প্রাথমিক অবস্থায় সতর্ক করাসহ আইন অমান্যকারীদের জরিমানার মাধ্যমে কঠোর ও সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,বিজিবি,পুলিশসহ সংশ্লিষ্টরা। 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে ১৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। লকডাউন অমান্যকারীদের কোন ভাবে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়ে দেন।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে সকলকে আরো সতর্ক হয়ে দেশের স্বার্থে এক হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন মেনে চলার অনুরোধ জানান। 

সংবাদ সারাদিন