|| অনলাইন প্রতিনিধি, সদর (বরিশাল) ||
স্বাস্থ্যবিধি মানতে ও মানাতে না পারায় বরিশালের সব মার্কেট আবারো বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত শহরের সকল দোকানপাট ও বিপনীবিতান বন্ধ থাকবে। সোমবার সারাদিন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে মাইকিং করে বন্ধ রাখার ঘোষনার প্রচার করা হয়।
রোববার করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ অবস্থা পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালুর নির্দেশনা থাকলেও বেশীর ভাগ দোকান-পাট ও শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতারা সেটি মানতে ও মানাতে পারেননি। যে কারণে বরিশাল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা জোরালো হয়েছে।
এই পরিস্থিতিতে সভার সম্মিলিত সিদ্ধান্তে প্রশাসন ব্যবসা-বাণিজ্য ফের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জেলা বাজার কর্মকর্তা হাসান সারওয়ার, উপ-মহা পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হিমন কুমার সাহা, ওসি কোতোয়ালি মো. নূরুল ইসলামসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে সর্বোচ্চ কঠোর হবে প্রশাসন। তিনি বলেন, আমরা আশা করছি বরিশালের মানুষ তাদের নিজেদের স্বার্থেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহাযোগিতা করবে।