স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় জয়পুরহাটে আনন্দ র‌্যালি

‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ প্রতিপাদ্য নিয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ প্রতিপাদ্য নিয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রসাশক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রবৃন্দ, জন প্রতিনিধি ও নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন