|| সারাবেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম চকঝগড়ু উচ্চ বিদ্যায়লের (চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজ) মেইন গেটের সমানের স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ।
বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর বেলা ১১টায় চকঝগড়ু উচ্চ বিদ্যায়লের ক্যাম্পাসে শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চকঝগড়ু উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক দৌলত আলী, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনসার আলী,সহকারী শিক্ষক তাইফুর রহমান, জামাল হোসেন, শের মোহাম্মদ, আব্দুর রহিম,সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম ও মোসাঃ রোকসানা খাতুন, স্থানীয় বাসিন্দা হুমায়ন কবির, মুনিরুল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দরা।
স্কুলের মেইন গেটে অবকাঠামো নির্মানের প্রতিবাদে নির্মাণাধীন ভবনের অপসারণের দাবি জানিয়েছে মানববন্ধনে থাকা বক্তারা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গা চেয়ারম্যান তরিকুল ইসলাম জানায়,আমার পৈতৃকসম্পত্তি এটি। সব কাগজ পত্র আছে এবং সকল নিয়ম মেনেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে।