|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুরে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার ৩রা জানুয়ারী সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সাদিপুরে অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারাখানাটির তিন তলা ভবনের পুরো অংশ জুড়েই আগুন জ্বলছে। কয়েক ঘন্টা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করায়। নিচ তলার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে কারখানার মূল ফটকের কাজ করা হয়। যা এখনও নির্মানীধীন। সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করার পরপরই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে কারখানাটির শ্রমিক ও স্থানীয়রা ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদ সারাবেলাকে জানান, কারখনার মূল ফটকের কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে না। ফলে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।