|| সারাবেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) ||
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় ধরে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০ টায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন,প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির রয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় ধরে আটকে রেখে তাকে শারিরীক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমূলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এসময় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও উপ-সচিব জেবুন্নেসার পদত্যাগ ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি তুলে স্লোগান দেওয়া হয়।
ফরিদ হোসেনের সঞ্চালনায় মানবন্ধনের বক্তব্য রাখেন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবধিকার কর্মী শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, দৈনিক প্রথম আলোর সোনারগাঁও প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ভোরের কাগজের প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইন, কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক, এশিয়ান টিভির সোনারগাঁও প্রতিনিধি পনির ভূইয়া, দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, মুক্তখবর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।