সৈয়দপুরে স্বামী-স্ত্রীতে মিলেই ছিনতাই করা হয় ইজিবাইক

নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীতে মিলে ছিনতাই করা হয় ইজিবাইক। এমনি এক দম্পতিসহ তিন ইজিবাইক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার অচিনের ডাঙ্গায় অটোবাইক ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে এরা।

||  সারাবেলা প্রতিনিধি, নীলফামারী ||

নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীতে মিলে ছিনতাই করা হয় ইজিবাইক। এমনি এক দম্পতিসহ তিন ইজিবাইক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার অচিনের ডাঙ্গায় অটোবাইক ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে এরা।

আটকরা হলেন, মফিজার রহমান (২৭) ,লাজু হোসেন (২৬) ও লাজুর স্ত্রী রিনা আকতার (২২)। ইজিবাইক চালক খোরশেদ আলী বলেন, রাত ৮টার দিকে ছিনতাইকারী চক্রটি রিনা আকতারকে সিজারের রোগী সাজিয়ে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড় থেকে অচিনের ডাঙ্গা পর্যন্ত ৩ শত টাকায় ভাড়া নেয় ইজিবাইকটি।

রাত ৯টার দিকে অচিনের ডাঙ্গায় পৌছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে সড়কের পাশে নিয়ে বেঁধে ফেলার চেষ্টাকালে আত্মচিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে মহিলাসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাকী তিনছনতাইকারী পালিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বাকীদের আটক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন